অবশেষে সাবেকদের কথা শুনতে যাচ্ছেন মেসি

প্রকাশিতঃ 12:43 pm | May 13, 2018

খেলা ডেস্ক, কালের আলো:

বার্সালোনার লিগ শিরোপা তখনো নিশ্চিত হয়নি। বাকি ছিল তিন পয়েন্ট। তার আগের ম্যাচটিই ছিল সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রের ফাইনালে। আর তখন থেই আর্জেন্টাইন সাবেক তারকারা সরব হয়েছিলেন মেসিকে নিয়ে।

আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপ জয়ী তারকা অষ্কার রোজেরি বলেছিলেন, মেসির উচিত এখন বার্সার হয়ে শুধু একটি ম্যাচ খেলা। সেটা হল কোপা ডেল রের ফাইনাল। এছাড়া আর তার কোন ম্যাচই খেলা উচিত না। কারন, লা লিগা বার্সালোনা নিশ্চিত ভাবেই জিতবে। তাই মেসির উচিত বিশ্রামে থাকা এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয়া।

তিনি বলেছিলেন, ১৯৮৬ সালে বিশ্বকাপের আগে আমরা এটাই করেছিলাম। বিশ্বকাপেরও প্রায় এক মাসের বেশি সময় আগে থেকে আমরা একসাথে হয়েছিলাম, একসাথে অনুশীলন করেছিলাম, প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলা থেকে বিরত ছিলাম যাতে ইনজুড়িতে কেউ না পরে। মেসিরও উচিত তেমনটা করা।

শুধু রোজেরি নয়, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন থেকেও বার্সাকে অনুরোধ করা হয়েছিল যাতে না খেলানো হয় মেসিকে। কিন্তু সেসব মাথায় না নিয়েই খেলে গেছেন মেসি। খেলেছেন লা লিগার ৩৬তম রাউন্ড পর্যন্ত।

তবে এবার অবশেষে সাবেকদের কথা শুনতে যাচ্ছেন এই বার্সা তারকা। বার্সালোনার আজকের ম্যাচে আর খেলবেন না তিনি। বিশ্রাম দেয়া হয়েছে তাকে। লা লিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বার্সালোনার প্রতিপক্ষ আজ লেভান্তে।

তবে শুধু মেসি নয়, এই ম্যাচে আরো খেলবে না সার্জিও রবার্তো, স্যামুয়েল উমিতি, আলেক্স ভিদাল। ভিদাল অবশ্য এই নিয়ে টানা তিন ম্যাচে বাইরে থাকতে হচ্ছে। উমিতিকে দেয়া হয়েছে বিশ্রাম। রবার্তো খেলতে পারবেনা সাসপেনশনের কারনে।

কালের আলো/এফআরএ