বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যে সেনাপ্রধানের সঙ্গে প্রশংসায় নেপালের প্রতিরক্ষামন্ত্রী-সাবেক সেনাপ্রধানরা
প্রকাশিতঃ 8:50 pm | February 08, 2020
বিশেষ সংবাদদাতা, কালের আলো :
উঁচু-নিচু পাহাড়ে ঘেরা হিমালয় কন্যা নেপাল। পাহাড়ের ভূখন্ডে যেন অবিনশ্বর এক পৃথিবী! খরস্রোতা নদীর এই দেশটির কাঠমান্ডু, পোখারা, নাগরকোটসহ প্রতিটি স্থানই গোটা বিশ্বের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
আরও পড়ুন: সরকারি সফরে নেপাল যাচ্ছেন সেনাবাহিনী প্রধান
সেখানেই শীতল অনুভূতির গমগমে এক রাত। সেখানে যুক্ত হয়েছে দেশটির উজ্জ্বল সব নক্ষত্রের উপস্থিতি।
নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপা’র ছেলের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান। এ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশটিতে সফরত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার আজিজসহ প্রতিনিধি দলের সদস্যরা।
আরও পড়ুন: নেপালের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ
নতুন এই জুটিকে শুভ কামনা জানাতেই শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) চলে অনন্য এমন আয়োজন। নেপালের প্রতিরক্ষামন্ত্রী যিনি উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখরেল, স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপাসহ নেপাল সেনাবাহিনীর একাধিক সাবেক প্রধানের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আলাপের বিষয়বস্তু মাত্র ১০ বছরে বিশ্বের দ্রুত বেড়ে উঠা অর্থনীতির শীর্ষ দেশসমূহের মধ্যে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, দেশটির শক্তিশালী প্রবৃদ্ধির ধারা, দারিদ্র্য দূরীকরণ, অবকাঠামো, শিক্ষা সংস্কৃতিসহ প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের গল্প।
সবাই মেতেছেন বঙ্গবন্ধুর বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রশংসায়। আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ‘উন্নয়নের বিস্ময়’ হিসেবে বেড়ে উঠার ম্যাজিক সম্পর্কে তাদের বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জানালেন- সব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহস, সততা, দৃঢ় মনোবল, অভীষ্ট লক্ষ্যে অবিচল থাকার নীতির দৌলতেই।
বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। অবকাঠামোগত, কৌশলগত এবং প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি উন্নত, স্বয়ংসম্পূর্ণ ও চৌকস বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বেরও প্রশংসা করলেন নেপালের প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা। খবর সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও সার্বিক দিকনির্দেশনায় প্রশিক্ষিত, দক্ষ, আধুনিক ও শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় পবিত্র দায়িত্ব পালন করে যাচ্ছে, তাদেরকে এমনটি জানান সফরত বাংলাদেশের সেনাপ্রধান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের রোববার (১২ জানুয়ারি) চারদিনের সরকারি সফরে ঢাকায় আসেন নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপা। ওই সময় তিনি মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
সেই সফরের ধারাবাহিকতায় পাঁচ দিনের সরকারি সফরে গত শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) নেপাল পৌঁছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে শনিবার (০৮ ফেব্রুয়ারি) সেনাপ্রধান নেপালের কাঠমুন্ডু থেকে প্রায় ২০৫ কিলোমিটার দূরের পোখরায় পশ্চিম বিভাগ পরিদর্শন করেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ নেপালের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিবিধ বিষয়ে বিস্তর আলোচনা হবে।
কালের আলো/এমএএএমকে