ফারিয়ার ছবি ব্যবহার করা এক পাকিস্তানির ফলোয়ার ৩৬ হাজার!

প্রকাশিতঃ 2:29 pm | May 19, 2018

শোবিজ ডেস্ক, কালের আলো:

বাংলাদেশী মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিনের ছবি চুরি করে ব্যবহার করা এক পাকিস্তানির ফেসবুক আইডির ফলোয়ার ৩৬ হাজারেরও বেশী। Komal Raheel Kiani নামে শক্তিশালী এ ফেইক আইডিটি এবার নজরে এসেছে ফারিয়ার। আর তাতে তিনি রীতিমত বিস্মিত হয়েছেন।

শনিবার সেই ফেইক আইডির স্কিনশট নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া। তাতে তিনি লিখেন, “ও মাই গড!!! আবারও পাকিস্তানে আমার ছবি ইউজ করে একাউন্ট?!!! এবং ফলোয়ার ৩৬ হাজার??!!! পাকিস্তানে কি মেয়ের অভাব পরলো নাকি??? এত ভালোবাসে কেন এরা আমাকে???? প্লিজ রিপোর্ট দিজ আইডি… বিরক্ত আমি।”

কালের আলো/ওএইচ

** দ্রুত খবর জানতে ও পেতে কালের আলো’র ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: KalerAlo/Facebook