প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে ছাত্রদলের র্যালী
প্রকাশিতঃ 10:45 pm | January 01, 2018
স্টাফ রিপোর্টার: ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে র্যালী করেছে জেলা ও মহানগর ছাত্রদল।
সোমবার দুপুরে নগরীর নতুন বাজার কানাডা স্কয়ার এলাকা থেকে এ র্যালী শুরু হয়ে হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ র্যালীর নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনি, জেলা ছাত্রদল নেতা এজিএস মাহবুবুর রহমান রানা, জিএস মাহাবুবুর রহমান ও মহানগর ছাত্রদল নেতা তানভীর আহমেদ রবিন।
পরে দলীয় কার্যালয়ে কেক কাটার পর এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ শিব্বির আহমেদ বুলু, কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, যুবদল নেতা জামান, রাসু প্রমুখ।
সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিএনপি’র রাজনীতির প্রাণশক্তি হচ্ছে ছাত্রদল। আন্দোলন সংগ্রামে ছাত্রদলের নেতা-কর্মীরাই অগ্রণী ভূমিকা পালন করে। ছাত্রদলের কর্মীরা কখনো বেঈমানি করে না।
সামনের দিনগুলোতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভোটারবিহীন সরকারকে হটাতে ছাত্রদল নেতা-কর্মীদের জীবনবাজি রাখতে হবে।