হাসিটা দেখার জন্যই জেগে আছি: শাহরুখ খান
প্রকাশিতঃ 12:27 pm | May 20, 2018
খেলা ডেস্ক, কালের আলো:
আইপিএলে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আসরের তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ে বেশ উচ্ছ্বসিত নাইট মালিক শাহরুখ খান। জানান, জয়ের পর খেলোয়াড়দের মুখের হাসি দেখার জন্যই ২৪ ঘন্টা তিনি জেগে আছেন।
প্রায় দশ দিন আগে শেষ ইডেনে এসেছিলেন শাহরুখ খান। সেই ম্যাচে মুম্বাইয়ের কাছে ১০২ রানে হেরেছিল কলকাতা। আর ম্যাচ শেষ হওয়ার আগেই দল নিয়ে হতাশ হয়ে সেদিন মাঠ ছাড়েন তিনি।
আর গতকাল দারুণ এক জয় নিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে কলকাতা। নিজের খেলোয়াড়দের এমন পারফরম্যান্সে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরুখ।
জয়ের পরে শনিবার রাতে নাইট অধিনায়ক দীনেশ কার্তিক ও সুনীল নারাইনের হাসি মুখের ছবি পোস্ট করেন শাহরুখ খান। ছবির ক্যাপশনে লিখেন,‘এই হাসিটা দেখার জন্যই চব্বিশ ঘণ্টা জেগে ছিলাম। ধন্যবাদ দীনেশ কার্তিক। দুর্দান্ত তরুণ প্রসিদ্ধ কৃষ্ণ। রবিন, আমাদের আবারও এক সঙ্গে শরীরচর্চা করতে হবে। ক্রিস লিনও দুর্দান্ত। সুনীল, দারুণ লাগছে। ঘুমোতে পারছি না।’
কালের আলো/এমএম