আফগানিস্তান সিরিজে দল ঘোষণা: তাসকিন-ইমরুল বাদ, ফিরলেন মোসাদ্দেক

প্রকাশিতঃ 12:40 pm | May 20, 2018

খেলা প্রতিবেদক, কালের আলো:

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ আর ব্যাটসম্যান ইমরুল কায়েস। দলে নতুন করে যুক্ত হলেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আগামী মাসে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৩, ৫ ও ৭ জুন।

আফগান সিরিজের বাংলাদেশের ১৫ সদস্যর দল: সাকিব আল হাসান(অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান,মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, নাজমুল অপু, মোস্তাফিজুর রহমান,আবু হায়দার রনি, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী।

কালের আলো/এনবি

** দ্রুত খবর জানতে ও পেতে কালের আলো’র ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: KalerAlo/Facebook