দ্বিতীয় টেস্টে নেই তামিম
প্রকাশিতঃ 9:51 pm | October 04, 2017
দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। প্রস্তুতি ম্যাচের সময় তামিম যে চোট পেয়েছেন, তা এখনো সেরে ওঠেনি। তাই শুক্রবার থেকে ব্লুমফন্টেইনে শুরু হতে যাওয়া টেস্টে থাকছেন না টাইগার ওপেনার। ফলে তামিমের পরিবর্তে দ্বিতীয় টেস্টে ওপেনিং করতে পারেন সৌম্য সরকার।
অনুশীলনের চোট গুরুতর না হওয়ায় পচেফস্ট্রুমে টেস্টে খেলেছেন তামিম। প্রথম ইনিংসে ৩৯ করলেও দ্বিতীয় ইনিংসে হিসেবের খাতা খুলতে পারেননি তিনি। টেস্টে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
এ বিষয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,“মনে হচ্ছে না দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন তামিম। এটা আসলে ওর ওপরে নির্ভর করবে বেশি। নির্দিষ্টভাবে গুরুতর কিছু ধরা পড়েনি। তারপরও কারও যদি কিছু হয় সেই ভালো বলতে পারবে। আরও এক-দুই দিন আছে। তবে আমার মনে হচ্ছে তার খেলার সম্ভাবনা কম।”