মাদকের বিরুদ্ধে আমরা ‘অল আউট’ যুদ্ধে নেমেছি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিতঃ 8:30 pm | May 27, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদক বিরোধী অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এ যুদ্ধের শেষ বলে কিছু নেই। মাদকের বিরুদ্ধে আমরা ‘অল আউট’ যুদ্ধে নেমেছি।
রোববার সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাদকের বিরুদ্ধে সরকার ‘অল আউট’ যুদ্ধে নেমেছে। যতক্ষণ পর্যন্ত অল আউট না হবে ততক্ষণ পর্যন্ত এ অভিযান চলবে।”
তিনি বলেন, “এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। আমরা সব ধরনের প্রচেষ্টা নেব। কোনো প্রচেষ্টাই ফাইনাল নয়। যা করলে ভালো হবে আমরা সেটাই করব। যে পর্যন্ত আমরা মাদক নির্মূল করতে না পারব, সেই পর্যন্তই অভিযান চলবে। কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।”
সারাদেশে মাদকের বিরুদ্ধে সরকারের অভিযানের ঘোষণার পর সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৯০ জনের মতো নিহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, এদের বেশিরভাগই মাদক ব্যবসায়ী।
তবে দেশব্যাপী অভিযানে এভাবে মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও দেশের সচেতন মানুষ।
কালের আলো/ওএইচ
** দ্রুত খবর জানতে ও পেতে কালের আলো’র ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: KalerAlo/Facebook