৩০ মে থেকে বৃহত্তর ময়মনসিংহে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
প্রকাশিতঃ 3:30 pm | May 28, 2018
উবায়দুল হক, কালের আলো:
আগামী ৩০ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সব রুটে যান চলাচল বন্ধ থাকবে।
সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটি।
ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কতিপয় উশৃঙ্খল শিক্ষার্থী কর্তৃক যানবাহন ভাংচুর, পরিবহন শ্রমিকদের মারধর ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে এই কর্মসূচী ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির আহবায়ক আমিনুল হক শামীম তার বক্তব্যে বলেন, গত ১৩ মে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলি এলাকায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সাথে ড্রাম ট্রাকের ধাক্কাকে কেন্দ্র করে ৪০ টি বাস ভাঙচুর করে কতিপয় উশৃঙ্খল শিক্ষার্থী। এসময় তারা শ্রমিকদের মারধরও করে। এই ঘটনার বিচারের দাবিতে দুটি মামলা দায়ের করা হলেও অপরাধীদের বিচারে দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।
এসময় তিনি দাবি করেন, পুলিশ ও স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তাই বিচারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
এসময় জেলা মটর মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক মহাসচিব রবিউল হোসেন শাহীন, মালিক সমিতির বিকাশ রায়, মাহবুবুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কালের আলো/ওএইচ
** দ্রুত খবর জানতে ও পেতে কালের আলো’র ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: KalerAlo/Facebook