রোহিঙ্গা শিবিরে কোটি টাকার ত্রাণ নিয়ে আঁখি আলমগীর
প্রকাশিতঃ 3:54 pm | May 28, 2018
শোবিজ প্রতিবেদক, কালের আলো:
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ১৩ মে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন আঁখি আলমগীর। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজার আসা রোহিঙ্গাদের সাহায্যের জন্য তহবিল সংগ্রহ করা।
এই অনুষ্ঠান থেকে সংগৃহীত ১ লাখ ১১ হাজার পাউন্ড (১ কোটি ৩৩ লাখ টাকা) মূল্যের ত্রাণ নিয়ে আয়োজক প্রতিষ্ঠান ও আঁখি আলমগীর আজ সোমবার সকালে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।
যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রোহিঙ্গাদের জন্য চ্যারিটি তহবিল গঠন অনুষ্ঠানে আমন্ত্রিত হন আঁখি আলমগীর। সেদিন একটানা তিন ঘণ্টা নেচে-গেয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন আঁখি আলমগীর। চ্যারিটি অনুষ্ঠানে ১ লাখ ১১ হাজার পাউন্ডের তহবিল গঠন হয়। আঁখি আলমগীর ও অনুষ্ঠানের আয়োজক ইকবাল আহমেদ মঞ্চে উপস্থিত থেকে দর্শকদের কাছ থেকে সে অনুদান সংগ্রহ করেন। ভারতীয় দর্শকেরাও এই তহবিল গঠনে সহযোগিতা করেন।
রোহিঙ্গাদের জন্য তহবিল গঠন অনুষ্ঠানে গান গেয়েছেন আঁখি আলমগীর। ছবি: সংগৃহীত
আঁখির মতে, বিদেশ সফর অনেক করা হয়। কিন্তু এই সফরটা তাঁর জন্য ছিল বাড়তি কিছু। সেদিন নাকি আয়োজক আর উপস্থিত শ্রোতারা তাঁকে যে ভালোবাসা দিয়েছেন, তা অতুলনীয়।
আঁখি আলমগীর বলেন, ‘রোহিঙ্গাদের জন্য তহবিল গঠন করতে ম্যানচেস্টারের ব্যবসায়ী ইকবাল ব্রাদার্স আমার সঙ্গে যোগাযোগ করে। বিষয়টার মানবিক গুরুত্ব বিবেচনা করে আমি রাজি হয়ে যাই। আয়োজকেরা শুধু যাওয়া-আসা আর থাকা-খাওয়ার বন্দোবস্ত করেন। দেশের বাইরের কোনো অনুষ্ঠানে গেলে সাধারণত যে সম্মানী নিয়ে থাকি, মানবিক বিষয় ভেবে সেটা নিইনি।’
বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় কক্সবাজারের শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করবেন বলে জানান আঁখি আলমগীর। আর এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
কালের আলো/এমএসএ