করোনা পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

প্রকাশিতঃ 4:06 pm | March 24, 2020

কালের আলো প্রতিবেদক:

সারাবিশ্বের চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসাধারাণকে সচেতন করতে এবং শ্রমজীবি মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের ভালুকার সুপ্তি সুয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান মামুন।

তিনি বলেছেন, চলমান এই পরিস্থিতেতে সামর্থবান মানুষের প্রতি আমার আহবান থাকবে, তারা যেন তাদের প্রতিবেশিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন।

মঙ্গলবার(২৪ মার্চ) উপজেলার পৌর এলাকায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমন রোধে জনসাধারণকে সচেতন করতে শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণকালে এসব কথা বলেন।

এ সময় মোস্তাফিজুর রহমান মামুন সমাজের বিত্তবানদের প্রতি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নিজের সামর্থ অনুযায়ী জনসাধারণের পাশে থাকার ঘোষণা দেন।

তিনি রাস্তায় হেটে হেটে পথচারী, দোকানী ও ফুটপাত ব্যবসায়দের মাঝে প্রায় এক হাজার মাস্ক বিতরণ করেন।

প্রসঙ্গত, দেশে নভেল করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার পর গত কয়েকদিন যাবৎ উপজেলার হবিরবাড়ীসহ বিভিন্ন স্থানে সুপ্তি সুয়েটারের পক্ষ থেকে জনসাধারণের মাঝে কয়েক হাজার মাস্ক বিতরণ করা হয়।

কালের আলো/এনআর/এমএইচএ