ময়মনসিংহে পাইলিং ব্যবসায়ী কল্যাণ সংস্থা’র পরিচিতি সভা

প্রকাশিতঃ 8:26 pm | June 03, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে পাইলিং ব্যবসায়ী কল্যাণ সংস্থা’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় নগরীর নতুন বাজারস্থ ফুড পয়েন্টে এ পরিচিতি সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাজাহান সাজু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, কোষাধক্ষ নূরুল আমীন রুহুল প্রমুখ।

কালের আলো/ওএইচ