মমেক ও সিভিল সার্জন অফিসে হ্যান্ড স্যানিটাইজার ও পিপিই দিলেন মসিক মেয়র

প্রকাশিতঃ 9:22 pm | March 27, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ সিভিল সার্জন অফিসে হ্যান্ড স্যানিটাইজার ও পিপিই প্রদান করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

শুক্রবার(২৭ মার্চ) ময়মনসিংহ মেডিকেল কলেজে ৫০০ পিস হ্যান্ড স্যানিটাইজার ও ১০০পিস পিপিই এবং ময়মনসিংহ সিভিল সার্জন অফিসে ৩০০ পিস হ্যান্ড স্যানিটাইজার ও ৫০ পিস পিপিই দেওয়া হয়।

এছাড়াও, মসিক মেয়রের নেতৃত্বে করোনা প্রতিরোধে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে সিটি কর্পোরেশন কতৃপক্ষ। স্থাপন করা হয়েছে হাত ধোয়ার বেসিন, বিতরণ করা হচ্ছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ছিটানো হচ্ছে জীবানুণাশক এবং স্বেচ্ছাসেবীদের দ্বারা চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা।

কালের আলো/এনআর/এমএম