সিনিয়র সচিব হলেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
প্রকাশিতঃ 11:27 pm | June 03, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (বিপিএম বার) সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (০৩ জুন) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার সিনিয়র সহকারি সচিব ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
ড. জাবেদ পাটোয়ারী আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ার পর চলতি বছরের ৩১ জানুয়ারি তিনি পুলিশ সদর দফতরে যোগদান করেন। এর আগে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) সুনাম ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বিসিএস পুলিশের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৬ সালে। সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান চতুর্থ এবং পুলিশের এই ব্যাচে তিনিই প্রথম। তাঁর দক্ষ, বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে পুলিশের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে ওঠছে।
জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে একজন মেধাবী ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি সততার সঙ্গে দীর্ঘদিন চাকরি করে আসছেন। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি এসএসসিটির দায়িত্ব পালন করেন। চাঁদপুর সদরে তার গ্রামের বাড়ি।
বঙ্গবন্ধুর জেলজীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারে রোজনামচার’ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নেতৃত্বে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক দমনে পুলিশ সফলতার মুখ দেখেছে। শান্ত, সৌম্য ও হৃদয়বান এ মানুষটিকে দৈনিক কালের আলো পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।
কালের আলো/এমকে/ওএইচ
** দ্রুত খবর জানতে ও পেতে কালের আলো’র ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: KalerAlo/Facebook