কলকাতার সিনেমায় অপু বিশ্বাস
প্রকাশিতঃ 2:29 pm | June 04, 2018
শোবিজ প্রতিবেদক, কালের আলো:
ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের বেশি সময় ধরে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা।
এবার তিনি কলকাতার একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে সিনেমায় অভিনয় করবেন অপু। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।
আজ সোমবার সকালে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অপু। আগামী ১৪ জুন পর্যন্ত কলকাতায় সিনেমাটির শুটিং করবেন বলে গতকাল রোববার রাইজিংবিডিকে জানান অপু বিশ্বাস।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘‘শর্টকাট’ সিনেমার গল্পটি দারুণ। সিনেমাটির গল্প শুনে আমার অসম্ভব ভালো লেগেছে। ৫ জুন থেকে শুটিং শুরু করব। এই লটে ১৪ জুন পর্যন্ত শুটিং করব। তারপর দেশে ফিরব। ঈদের দু-একদিন পরই আবার কলকাতা যাব। আশা করছি, কাজটি দর্শকদের ভালো লাগবে।’’
এই সিনেমায় বাংলাদেশ থেকে আরো অভিনয় করছেন রেবেকা, গৌতম সাহা। এ ছাড়া কলকাতা থেকে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসুসহ অনেকে।
কালের আলো/এসএ