করোনা রোধে মমেক ছাত্রলীগের নানা উদ্যোগ
প্রকাশিতঃ 10:04 am | March 30, 2020
কালের আলো প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমন রোধে জনসাধারণকে সচেতন করতে সারাদেশ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ।
তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হাসান ময়মনসিংহের ভালুকায় নানা রকম তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
রোববার(২৯ মার্চ) দিনব্যাপী ব্যক্তিগত উদ্যোগে উপজেলা বিভিন্ন এলাকায় সচেতনামূলক লিফলেট, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন। এছাড়াও তার নেতৃত্বে ছিটানো হয় জীবানুনাশক ঔষধ।
আব্দুল্লাহ আল হাসান বলেন, বাঙালী জাতি যখনই কোন দুর্যোগ বা বিপদের মুখোমুখি হয় তখনই আর্তমানবতার সেবায় বীরের বেশে এগিয়ে আসে ছাত্রলীগ। বর্তমান সময়ে দেশে মরণব্যাধি যে ভাইরাসের বিস্তার ঘটছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে ঝাঁপিয়ে পড়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।
‘ছাত্রলীগ গণমানুষের পাশে থাকার ঐতিহাসিক ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তারই ধারাবাহিকতায় করোনা সংক্রমণ রোধে এবং জনসচেতনতা সৃষ্টিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আমার এ ক্ষুদ্র প্রয়াস। দেশবাসীর পাশে থেকে দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত আমার কর্মযজ্ঞ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
এ সময় ছাত্রলীগ নেতা রবিউল হাসান বিপ্লব, হোসাইন মনির, মোহাম্মাদ মোহসিন, শামিম আহাম্মেদ, ইকরামুল হক হৃদয়, ফাহিম রহমান তন্ময়, ফারহানা মৌরি, তাহসিন আহাম্মেদ সম্রাট, এফ. এ রাকিব, হাফিস আল আসাদ, মাহিবি হক মাহিম , মাহমুদুল হাসান আকাশ, ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/এনআর/এমএইচএ