ভালুকায় ছাত্রদলের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ 1:43 pm | April 04, 2020

কালের আলো প্রতিবেদক:

করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। এতে অসহায় হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। এই পরিস্থিতিতে ময়মনসিংহের ভালুকায় শ্রমজীবি মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল।

শনিবার(০৪ এপ্রিল) উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ভালুকা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

তারা জানান, কেন্দ্রীয় নির্দেশনাতে ভালুকা উপজেলা ছাত্রদল ভালুকার ১১টি ইউনিয়নে শ্রমজীবি মানুষের হাতে খাবার পোঁছে দিয়েছে।

এসময় উপজেলা ছাত্রদল নেতা শামীম আহমেদ, হিমেল, রাসেল ঢালি, জুয়েল ঢালি, শাকিব খান, সজিব, মাসুদ, ডন, মোস্তাক, রাকিবুল, ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/বিএমএ