আসিফের ৫ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি
প্রকাশিতঃ 12:46 pm | June 06, 2018
শোবিজ প্রতিবেদক, কালের আলো: গীতিকার-সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার সংগীতশিল্পী আসিফ আকবরকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
বুধবার (০৬ জুন) বেলা সোয়া ১১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আদালতে হাজির করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) প্রলয় রায় জানান, আসিফ আকবরকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। দুপুরের পর এ বিষয়ে শুনানি হবে।
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরীর আদালতে রিমান্ডের শুনানি হওয়ার কথা রয়েছে।
সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোল্যা নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার (০৬ জুন) দিবাগত রাতে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। আসিফকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে আসিফ আকবরকে তার মগবাজারের স্টুডিও থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় সফিক তুহিন আইসিটি আইনে মামলাটি করেন। এ মামলায় আসিফ ছাড়াও আরও ৪-৫জনকে আসামি করা হয়েছে।
কালের আলো/এমএস/ওএইচ