ব্যাংক–কর্মীদের কর্মস্থলে যাতায়াত নির্বিঘ্ন করার অনুরোধ

প্রকাশিতঃ 10:40 am | April 05, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির মধ্যেও সীমিত আকারে ব্যাংকিং চালু আছে। এ জন্য কর্মরত ব্যাংক কর্মকর্তাদের নির্বিঘ্নে কর্মস্থলে যাতায়াতের উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

শনিবার(০৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীনের কাছে পাঠানো চিঠিতে এ অনুরোধ করন তিনি।

জানা যায়, সাধারণ ছুটির মধ্যে গত বৃহস্পতিবার অনেক কর্মকর্তা সড়কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। হয়রানি রোধে তাঁরা কেন্দ্রীয় ব্যাংককে উদ্যোগ নেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিলেন গভর্নর।

চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকারঘোষিত সাধারণ ছুটির মধ্যেও সরকারের নির্দেশনা ও জনগণের আর্থিক চাহিদা মেটানো, বেতন-ভাতা পরিশোধ, অভ্যন্তরীণ ও অত্যাবশ্যকীয় বৈদেশিক ব্যবসা-বাণিজ্য চালু রাখার উদ্দেশ্যে লেনদেন সুবিধা প্রদান, দেশব্যাপী জ্বালানি তেল ও সুলভ মূল্যে খাদ্য বিতরণসংক্রান্ত সরকারি কার্যক্রম অব্যাহত রাখার উদ্দেশ্যে ব্যাংকিং লেনদেন বজায় রাখার ব্যবস্থা করেছে। অর্থনীতির চাকাকে সচল রাখার প্রয়াসে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেশের সব ব্যাংকের সীমিত পরিসরে কিছু শাখা খোলা থাকবে। যথাযথ কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে এসব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে যাতায়াত ব্যবস্থা সুগম রাখা আবশ্যক।

কালের আলো/ওএম/বিএল