গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার আটক
প্রকাশিতঃ 8:43 pm | June 06, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে র্যাব।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগ থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান তাকে আটকের বিষয়টি নিশ্চিৎ করেছেন।
ঘটনাস্থলে থাকা সংগঠনের কর্মীরা জানান, বিকেলে শাহবাগে বন্দুকযুদ্ধ বন্ধ করার দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে সাদা পোশাকের পুলিশ ইমরান এইচ সরকারকে তুলে নিয়ে যায়।
তবে কী কারণে এবং কোথায় তাকে নেয়া হচ্ছে তা জানাতে পারেননি তারা।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক রিয়াজুল আলম ভূঁইয়া জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় ইমরান শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আসেন। তিনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে র্যাব সদস্যরা জোর করে তাকে গাড়িতে তুলে নিয়ে গেছে।
ইমরান এইচ সরকারকে তুলে নিয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে সাংস্কৃতিক কর্মী সঙ্গীতা ইমাম সাংবাদিকদের বলেন, “আমরা এখানে কথা বলতে এসেছিলাম। কিন্তু ইমরান এইচ সরকারকে এভাবে তুলে নিয়ে যাবে এটা ঠিক নয়।”
কালের আলো/এসএসকে