শ্রমিক ছাঁটাই করবেন না : বাণিজ্যমন্ত্রী
প্রকাশিতঃ 8:49 pm | April 07, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শ্রমিকদের ছাঁটাই না করতে এবং মার্চ মাসের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মঙ্গলবার(০৭ এপ্রিল) কারখানা মালিকদের প্রতি এ আহ্বান জানান। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে কারখানা বন্ধ থাকলেও কোনো শ্রমিককে চাকুরি থেকে ছাঁটাই করা যাবে না। শ্রমিকদের মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করুন।’
কালের আলো/বিএমএম