‘সততার পুরস্কার’ পাচ্ছেন সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিতঃ 10:57 pm | April 07, 2020

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তখন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) হিসেবে বদলীর আদেশ পেয়েছেন। ওই সময় ময়মনসিংহ রেঞ্জে একাধিকবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের (ওসি) পুরস্কার জিতেছিলেন কামরুল ইসলাম।

এতোবার যার কাছ থেকে পুরস্কার নিয়েছেন, পুলিশের সেই শীর্ষ কর্মকর্তার সঙ্গে নিজের একটি ছবি বড় ফ্রেমে বন্দি করে তার বাসায় নিয়ে গেলেন। চা পান শেষেই সরলতায় ভরা কন্ঠে রেঞ্জের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা জানতে চাইলেন, ‘কত টাকা খরচ হয়েছে ছবিটি বাঁধাইয়ে?’

মৃদু হেসে ওসির বিনম্র জবাব ‘স্যার ৫’শ টাকা। কিন্তু এটা আপনার সাথে আমার একটি স্মৃতি।’ কথা শোনলেও ঋণের মায়ায় নিজেকে বন্দি করতে চাননি যেন। নিজের মানিব্যাগ থেকে টাকা বের করে ওসির হাতে দিলেন। ওসিও মাথা পেতেই সেই টাকা গ্রহণ করলেন। কারণ, তিনি জানেন এই মানুষটি এমনই।

নিজের সহকর্মী বা মিডিয়া কর্মীদের সঙ্গে কথা প্রসঙ্গে একদিন চমকপ্রদ এমন তথ্যই উপস্থাপন করেছিলেন কোতোয়ালী মডেল থানার ওই সময়কার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে ময়মনসিংহ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হিসেবে কাজ করেছেন এমন একজন প্রায় সময়েই তাকে নিয়ে বলতেন, ‘আমাদের বাহিনীতে একজন এক্সামপোল হচ্ছেন মামুন স্যার।

পুলিশ বাহিনীতে এতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেন অথচ ঢাকা শহরে নিজে একটি ফ্ল্যাট কিনতে পারেননি। হয়তো নিজে থেকেই ইচ্ছাই প্রকাশ করেননি। পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির অধ্যায়ের সময়ে তাকে সদর দপ্তরের কোন সভা বা কর্মসূচিতে গিয়ে রাজধানীতে অবস্থান করতে হলে পুলিশ অফিসার্স মেসে থাকতে হয়। এমন মানুষ সত্যিই বিরল।’

ওপরের দু’টি ঘটনাবলী জনগণের সবচেয়ে বিশ্বস্ত ও আস্থাভাজন সংস্থা এলিট ফোর্স র‌্যাবের ভাবী মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। পুলিশী চাকরি জীবনে চেনা গন্ডির এই বাইরের মানুষ এখন সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বরাবরই পুলিশ বাহিনীতে তাকে নিয়ে একটি কথা প্রচলিত রয়েছে- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভালো জানেন। স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশ প্রধান ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাকে পছন্দ করেন।’ আক্ষরিক অর্থেই আরও একবার এ তথ্যের বিশ্বাসযোগ্যতার প্রমাণ মিলেছে।

সততার পানসিতে চড়ে নিজের পেশাদারিত্ব ও নেতৃত্বের প্রজ্ঞার স্বাক্ষর রাখা অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেই র‌্যাবের নতুন মহাপরিচালক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। অর্থাৎ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘সততার পুরস্কার’ পেতে যাচ্ছেন সুনামগঞ্জের শাল্লা থানার শ্রীহাইল গ্রামের এ বাসিন্দা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র কালের আলোকে নিশ্চিত করেছে, পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আসায় র‌্যাবেরও প্রধান পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (০৭ এপ্রিল) পুলিশের আইজি হিসেবে র‌্যাবের বর্তমান ডিজি বেনজীর আহমেদ ও র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগের সারসংক্ষেপ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী।

এর আগে এদিন দুপুরের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাস গণভবনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউসের কাছে সারসংক্ষেপ পৌঁছে দেন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরের পর থেকেই এ খবর বিভিন্ন পরিমন্ডলে ভাইরাল হয়ে যায়। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন। পাশাপাশি নিজের পৈতৃক জেলা সুনামগঞ্জ, নিজের সাবেক কর্মস্থল ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা তৈরি হয়েছে। তারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কালের আলো/এসআর/এমটিএম