হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ
প্রকাশিতঃ 12:34 am | June 08, 2018
খেলা প্রতিবেদক, কালের আলো:
আশা জাগিয়েও সিরিজের শেষ ম্যাচে জয়ের বন্দরে পৌঁছাতে পারলো না টাইগাররা। ভারতের দেরাদুনে আফগানদের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে এক রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
১৪৬ রানের টার্গেটে খেলতে নেমে আফগান তারকা স্পিনার রশিদ খানের কাছেই শেষতক হার মানলো সাকিব-মুশফিকরা। ১৯তম ওভারে ফাস্টবোলার করিমকে দারুণ খেলে পর পর পাঁচটি বাউন্ডারিসহ ২১ রান নেন মুশফিক। শেষ ওভারে দরকার পড়ে ৯ রান। কিন্তু রশিদ খান জুজু কাটাতে পারলো টাইগারা। মুশফিক সীমানার কাছে নজিবুল্লাহকে ক্যাচ দিয়ে ফেরেন প্রথম বলেই।
আরিফুল ও মাহমুদুল্লাহ পরের চার বলে বাউন্ডারি না হাঁকাতে পারলে শেষ বলে জেতার জন্য দরকার পড়ে চার রান। কিন্তু অসাধারণ ফিল্ডিং করে বাউন্ডারি বাঁচালে তিন রানও নিতে পারেননি আরিফুল-মাহমুদুল্লাহ।মাহমুদুল্লাহ রান আউট হলে ১ রানে হার মানে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে ৩৭ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন মুশফিক। মাহমুদুল্লাহ শেষ বলে আউট হন ৩৮ বলে ৪৫ রান করে। ম্যান অব দ্যা সিরিজ রশিদ খান হলেও ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার ওঠে মুশফিকের হাতে।
কালের আলো/এসএ