গণমাধ্যমের সঙ্গে নার্সদের কথা না বলার নির্দেশ
প্রকাশিতঃ 9:51 am | April 18, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সরকারি হাসপাতালে কর্মরত নার্সদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে মানা করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
বুধবার(১৫ এপ্রিল) অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার এ–সম্পর্কিত নোটিশটি জারি করেন।
নোটিশে বলা হয়েছে, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন সব সরকারি কর্মকর্তা–কর্মচারীকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনসমক্ষে, সংবাদপত্রে বা অন্য কোনো গণমাধ্যমের সঙ্গে কোনো প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করার নির্দেশ প্রদান করা হলো।’
এ বিষয়ে অধিদফতরের মহাপরিচালক জানান, সরকারি চাকরিবিধি অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা চাইলেই গণমাধ্যমে আলোচনা, বিবৃতি ও মতামত দিতে পারেন না। চিঠি দিয়ে এটুকুই মনে করিয়ে দেওয়া হয়েছে।
কালের আলো/এনএম