ময়মনসিংহে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিতঃ 11:03 pm | April 12, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

করোনাভাইরাস প্রাদুর্ভাবে কার্যত লকডাউনে সারাদেশ। এমন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। এসব অসহায় মানুষের পাশে সরকারি সংস্থার পাশাপাশি দাঁড়িয়েছে নানান শ্রেণি পেশার মানুষ।

ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার তেমন অসহায় মানুষের দাঁড়িয়েছেন ময়মনসিংহ কলেজের সাবেক ভিপি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম রাসেল ( ভি.পি. রাসেল)।

গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ব্যক্তি উদ্যোগে ৩৫০ জনের ৭দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। দেশের ক্রান্তিলগ্নে মানবতার ডাকে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম অধীর সার্বিক সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণকালে ছাত্রলীগ কমী তৌহিদ সিদ্দিকী রিফাত, স্পর্শ পাল, শুভ সরকার, দীপ্ত চৌধুরী, সৌরভ, বাদশা, আশিক, শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এনআর/এমএম