কৃষকের ধান কেটে দেওয়ায় ছাত্রলীগের প্রশংসায় প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 3:39 pm | April 20, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সারাদেশে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না।

এ অবস্থায় দেশের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নির্দেশে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারা কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ছাত্রলীগের এমন কর্মকান্ডে তাদের প্রশংসা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন তাদের মানবিক কর্মকান্ডের জন্য।

সোমবার(২০ এপ্রিল) সকালে ঢাকা বিভাগের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি ছাত্রলীগের প্রশংসা করেন।

শেখ হাসিনা বলেন, জমির ধান এখন পাকতে শুরু করেছে। ধানকাটা নিয়ে সমস্যা যখন সৃষ্টি হল তখন আমি ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছি। তারা নিজ নিজ এলাকায় কৃষকের পাশে দাঁড়াচ্ছে। ধান কেটে দিচ্ছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসেই কেন্দ্রীয় ছাত্রলীগ নিজেরাই হ্যান্ডস্যানিটাইজার বানিয়ে সারা দেশে বিতরণ করছে। বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিচ্ছে। এজন্য ছাত্রলীগকে ধন্যবাদ।

অনুষ্ঠানে গণভবন প্রান্তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মন্ত্রিপরিষদ সচিব ড.খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মজিবুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ছাত্রলীগে ইতিবাচক পরিবর্তনের ধারা সূচিত হয়েছে। করোনা সংকটে আওয়ামী লীগের সব সংগঠনের মধ্যে সবার আগে কাজ শুরু করে ছাত্রলীগ। তাদের বিভিন্ন উদ্যোগ দেশের সাধারণ মানুষের মাঝেও প্রশংসা কুড়িয়েছে।

কালের আলো/এমএইচএ