উত্তর বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে আ.লীগ নেতা নিহত

প্রকাশিতঃ 5:02 pm | June 15, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর উত্তর বাড্ডায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন (৫০) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

শুক্রবার জুমাতুল বিদা আদায় করে পায়ে হেঁটে যাওয়ার সময় পূর্বাঞ্চল আলীর মোড় নামক স্থানে তাকে গুলি করে পালিয়ে যায় দু’জন। গুলিবিদ্ধ অবস্থায় ফরহাদকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ফরহাদ বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কে বা কারা গুলি করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

কালের আলো/ওএইচ