করোনা আক্রান্ত ছিলেন সাংবাদিক খোকন
প্রকাশিতঃ 1:29 pm | April 29, 2020
নিজস্ব প্রতিবেদক,কালের আলো:
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েই মারা যান সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবীর খোকন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দেশ বলেন, ‘রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিনিয়র সাংবাদিক খোকনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছি।’
দেশে করোনা প্রাদুর্ভাবের পর করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সাংবাদিক মারা গেলেন।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র সাংবাদিক খোকন। জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি সেখানে ভর্তি ছিলেন।
হুমায়ূন কবীর খোকন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন।
কালের আলো/বিআর/এমএম