সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যুতে স্থানীয় সরকারমন্ত্রীর শোক
প্রকাশিতঃ 12:12 am | April 30, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) এর সভাপতি প্রগতিশীল সাংবাদিক হুমায়ূন কবির খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার(২৯ এপ্রিল) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, কুমিল্লা জেলার গর্বিত সন্তান সাংবাদিক হুমায়ুন কবির খোকন তার কাজে ও কর্মে ছিলেন নিবেদিত প্রাণ।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
কালের আলো/এনএল