সামাজিক দূরত্ব মেনে রিক্সাওয়ালাদের ইফতার করালো গাজীপুর জেলা ছাত্রলীগ
প্রকাশিতঃ 9:27 pm | May 10, 2020
কালের আলো সংবাদদাতাঃ
চার ফুট দূরে দূরে চেয়ার। সেসব চেয়ারে বসানো হয়েছে রিক্সাওয়ালা এবং সমাজের কিছু ছিন্নমূল মানুষদের। এভাবেই সামাজিক দূরত্ব নিশ্চিত করে করোনার লকডাউনে তাদের জন্য ইফতার আয়োজন করেছে গাজীপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (১০ মে) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করেন জেলা ছাত্রলীগ নেতা সুলতান মোঃ সিরাজুল ইসলাম।
করোনার প্রাদুর্ভাবের আগে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে জনগণের পাশে থাকা বঙ্গবন্ধুর আদর্শের এই ছাত্রলীগ নেতা বলেন করোনা প্রাদুর্ভাবের কারণে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব মেনে সমাজের মেহনতি মানুষদের জন্য আমরা এই আয়োজন করেছি। সরকারি বিধিনিষেধ মেনে আমাদের এরকম কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
কালের আলো/এসআরএস/এমএম