‘অক্টোবরেই হতে পারে নির্বাচনকালীন সরকার’
প্রকাশিতঃ 5:18 pm | June 20, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অক্টোবর মাসে নির্বাচনকালীন সরকার গঠন করা হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার(২০ জুন) সচিবালয়ে ঈদ পরবর্তী পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব জানান।
সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের সিডিউল ঘোষণার পর নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। অক্টোবরে গঠন করার সম্ভাবনা রয়েছে বেশি।’
এসময় মন্তী সভা ছোট হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন সরকারের বিষয়টি অ্যাবসোলিউটলি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তখন (নির্বাচকালীন সরকার) মন্ত্রিসভা ছোট হবে, এটা আমি বলতে পারি গতবারের অভিজ্ঞতা আছে, আবার আভাস-ইঙ্গিতও আছে কথায় কথায়। তখন ঢাউস মন্ত্রিসভার প্রয়োজন নেই। সেই সরকার শুধু রুটিন কাজ করবে। তখন মন্ত্রিসভা কোনো মেজর পলিসি ডিসিশন নিতে পারবে না। নির্বাচনে সিডিউল ঘোষণার পর মন্ত্রীরা কোনো কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না। তখন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনী কাজ চলতে থাকবে। এটা গণতান্ত্রিক সব দেশেই আছে।’
এসময় মন্ত্রী বিএনপির আন্দোলন নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি না এলেই একতরফা নির্বাচন হয় এমন নয়। এবার বিএনপির জন্য অন্যেরা অপেক্ষা করবে না, বহু দল অংশ (নেবে)…এবার পার্টিসিপেশন অনেক বেশি। ইনক্লুসিভ নির্বাচন হবে। বিএনপিও তো বলেছে তারা আন্দোলনও করবে, নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে। তাহলে অসুবিধা কী? একতরফা কেন হবে, বাংলাদেশে কি আর কোনো দল নেই? আপনি যাবেন না বলে কি অন্যরা আসবে না?’
আসন্ন ঈদুল আযহার প্রস্ততির জন্য এসময় তিনি কর্মকর্তাদের পরামর্শ দেন। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।