অসহায় মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিলো বিডি ক্লিন ঈশ্বরগঞ্জ
প্রকাশিতঃ 10:36 am | May 13, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিয়েছে বিডি ক্লিন ঈশ্বরগঞ্জ এর সদস্যরা।
মঙ্গলবার(১২ মে) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ এর বিভিন্ন এলাকায় বিরিয়ানি, খেজুর ও ইফতার সামগ্রী ২৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এর আগে সকাল থেকে বিডি ক্লিন ঈশ্বরগঞ্জের সদস্যরা বাজার করা থেকে শুরু করে রান্না করা, প্যাকেটিং এবং ইফতার বাড়ি বাড়ি পৌঁছানোর কাজে নিয়োজিত ছিলো।
ম্যানেজমেন্ট টিমের খায়রুল ইসলাম আলামিন বলেন, আমরা সেই সব মানুষগুলোকে ইফতার পৌঁছে দিচ্ছি যারা ভালো ইফতার করতে পারে না। আমাদের প্রচেষ্টা অন্তত একদিন এইসব মানুষগুলো ভালো ইফতার করুক।
এ সময় বিডি ক্লিন ঈশ্বরগঞ্জ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএম/এমএ