মুক্তাগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সাদা ছড়ি ও ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ 8:42 pm | May 16, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

ময়মনসিংহে অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থার পক্ষ থেকে মুক্তাগাছা উপজেলার ১৫ জন বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সাদা ছড়ি এবং ঈদের খাবার উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

শনিবার(১৬ মে) মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এসব সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থার উপদেষ্টা এস এম এমরান সোহেল, দাতা সদস্য শাহিন সরকার ও অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থার সাধারন সম্পাদক অ্যাড. মতিউর রহমান ফয়সাল, বিডি ক্লিন মুক্তাগাছার সমন্বয়ক জান্নাতুল নাঈম চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্য সংগ্রহ, আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে বিডি ক্লিন মুক্তাগাছা এবং স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ।

অটিস্টিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সহযোগি হিসেবে কাজ করছে সংগঠনটি। সংগঠনটি ইতোমধ্যে ময়মনসিংহ জেলার ৫ টি উপজেলায় কাজ করেছে।

কালের আলো/বিএসএস