ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ’নওশেল আহমেদ অনি’র নেতৃত্বে বিশাল আনন্দ র‌্যালি

প্রকাশিতঃ 10:51 pm | January 04, 2018

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে এক বিশাল আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে নগরীর নতুন বাজার এলাকা থেকে র‌্যালিটি বের করা হয়। পরে সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিটিতে জেলা ছাত্রলীগ নেতা শাহীন আলম, উবায়দুল্লাহ, মাহমুদ শাহরিয়ার মিশু, পরাগ সরকারসহ ১০, ১২, ৬, ১, ২১নং সহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।