আফগানদের সাথে আরেকটি লজ্জা বাংলাদেশের যুবাদের
প্রকাশিতঃ 9:55 pm | October 04, 2017
ঘরের মাঠে সফরকারী আফগান যুবদের সাথে আবারও লজ্জা পেলে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। গত সোমবার সিরিজের তৃতীয় ম্যাচে ৭৫ রানে অলআউট হওয়ার পর আজ তারা আবারও ব্যর্থ হয়েছেন। বুধবার চতুর্থ ওয়ানডেতে আফগানরা ১৩২ রান করেও স্বাগতিকদের ৮৮ রানে অলআউট করে দিয়েছে।
সিলেটে লো-স্কোরিং ম্যাচটি স্বাগতিক দল হেরেছে ৪৫ রানের বড় ব্যবধানে। বোলাররা জয়ের মঞ্চ তৈরি করে দিচ্ছেন, কিন্তু ব্যাটসম্যানরা সেই মঞ্চে দাঁড়ানোর আগেই উল্টে পড়ছেন। নাঈম হাসান একাই ৫ উইকেট নিয়ে আফগানিস্তানকে গুটিয়ে দিয়েছিলেন ১৩৩ রানে। সাইফ হাসান ৩টি আর হাসান মাহমুদ নেন ২টি উইকেট।
জবাব দিতে নেমে রীতিমত ভূতুরে ব্যাটিং করেছে বাংলাদেশের যুবারা। বোর্ডে ১১ রান উঠতেই তারা হারিয়ে বসেছে ৬ উইকেট। দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন নাঈম হাসান। তার ৩০ রানের সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কনের ৪৩ রান না হলে লজ্জাটা আরও বড় হতো স্বাগতিকদের। আফগানিস্তানের পক্ষে ঘুর্ণী বিষ ছড়িয়েছেন অফস্পিনার মুজিব জাদরান। ১৯ রানে ৭টি উইকেট নিয়েছেন তিনি। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা। সিরিজের পরের ম্যাচ আগামী ৭ অক্টোবর।