ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তানভীর যোবায়ের ইসলাম তারিনের নেতৃত্বে আনন্দ র্যালি
প্রকাশিতঃ 11:35 pm | January 04, 2018
স্টাফ রিপোর্টার: শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজ জিমনেসিয়ামে গিয়ে শেষ হয়।
এসময় জেলা ছাত্রলীগ নেতা অমিত সাহা, আরাফাত হোসেন নাঈম, রাজিব আহমেদ রাজু, ফাহিম পিথুল, নাদিম হোসেন, রানা হোসেন সাগর, শেখ ফরিদ আজিম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পরে সার্কিট হাউজ জিমনেসিয়ামে ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা মেয়র মো: ইকরামুল হক টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।