রজতশুভ্র আলোক দ্যুতিতে আইজিপি; করোনা সঙ্কটে নতুন শক্তিতে উদ্দীপ্ত পুলিশ

প্রকাশিতঃ 10:10 am | May 28, 2020

এম.আব্দুল্লাহ আল মামুন খান, অ্যাকটিং এডিটর, কালের আলো :

অদৃশ্য জীবাণুর বিরুদ্ধে একেবারেই অন্য রকম এক যুদ্ধ। এ যুদ্ধে জয়ী হতে কোন অস্ত্র নেই পুলিশের! তবে সুযোগ নেই পিছু হটারও।

চলমান এই যুদ্ধক্ষেত্রে কেবলমাত্র ধৈর্য্য, অসীম সাহস আর মনোবলই প্রধান শক্তি। অশ্রুবাষ্প সুদূরে মিলিয়ে বিজয়ের হাসি হাসতে চালিয়ে যেতে হবে অন্তহীন লড়াই-সংগ্রাম।

আরও পড়ুনঃ আইজিপির সংবাদ সম্মেলন; সঙ্কটে দেশপ্রেমের শাণিত শপথে পথের দিশা

কঠিন এমন বাস্তবতা সত্ত্বেও সম্মুখসমর থেকে মৃত্যুভয়ে পালিয়ে আসেনি বাহিনীটির কেউই! দিনের পর দিন যুদ্ধ করতে গিয়ে পরিশ্রান্ত, ক্লান্ত হয়েছেন ঠিকই কিন্তু মানসিকভাবে হননি বিপর্যস্ত।

বীরত্বপূর্ণ অবদানের মাধ্যমে সাহসী ও মহান আত্নদানের মাধ্যমে ইতিহাসে নিয়েছেন ঠাঁই।

সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিতের মাধ্যমেই আবার যুদ্ধ জয় করে স্বাভাবিক জীবনে ফিরে এসে বাহিনীর অন্যান্য সদস্যদের মনোবল যেন প্রকারান্তরে আরও বাড়িয়ে দিচ্ছেন বহুগুণে।

করোনা সংকটে রাজধানীতে অসহায় হয়ে পড়া ভাসমান মানুষের মাঝে নিয়মিত খাদ্য বিতরণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত চলমান করোনাযুদ্ধে অগ্রসৈনিক পুলিশ বাহিনী চিরায়ত পুলিশিং থেকে বেরিয়ে এসে কাজে কর্মে এনেছেন বৈচিত্র্য।

আরও পড়ুনঃ বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর স্বজনদের কবরে গোলাপের নরম পাপড়ি ছড়ালেন নতুন আইজিপি (ভিডিও)

মানবিকতার উজ্জ্বলতায় নতুন ধারায়, নতুন প্রত্যাশার অবগাহনে অনন্য এক উচ্চতায় আসীন করেছেন নিজেদের। হয়েছেন নবতর চেতনায় উজ্জীবিত।

নতুন সংকল্প ও স্বপ্ন নিয়ে করোনার বিস্তার ঠেকাতে চালিয়ে যাচ্ছেন প্রাণপণ লড়াই। নিজে আক্রান্ত হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় আর প্রাণহানির শঙ্কা তুচ্ছ করেই সতের কোটির বাংলাদেশকে সেবার পাশাপাশি সুরক্ষায় জীবনবাজি রেখেছেন বাহিনীটির অকুতোভয় বীর সদস্যরা।

পটুয়াখালী জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ওসি দশমিনার নেতৃত্বে ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী উদ্ধার তৎপরতায় কাজ করছে পুলিশ।

অবশ্য এসব ক্ষেত্রে পুরোপুরি প্রভাবক হিসেবেই কাজ করেছেন সোয়া দুই লাখ সদস্যের বিশাল পুলিশ বাহিনীর প্রধান ড.বেনজীর আহমেদ, বিপিএম (বার)। নিজের মেধা ও অভিজ্ঞতার সম্মিলনে যুদ্ধের ময়দানে নিজ বাহিনীর সদস্যদের সাহস ও প্রেরণা জাগিয়ে মনোবলের ঘাটতি ঠেকিয়ে দিতে এই সেনাপতি সামনে থেকেই যুদ্ধ পরিচালনা করছেন।

যুদ্ধ জয়ে বাড়তি রসদ হিসেবে কাজ করেছে তাঁর সার্বক্ষণিক তদারকি। নিজ বাহিনীতে করোনাকে হার মানাতে পুলিশ প্রধান ড.বেনজীর আহমেদের দূরদর্শিতা, সুদূরপ্রসারী চিন্তা, অসাধারণ দৃঢ়তা, সম্মোহনী ও তেজস্বী বাগ্মীতা সদস্যদের সাহস এবং মনোবল চাঙ্গা করেছে।

দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য পুলিশি চাকরি জীবনে নিজ বাহিনীর প্রতিটি সদস্যের আবেগ ও সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতির সঙ্গে প্রবলভাবেই মিশে আছেন আইজিপি ড.বেনজীর আহমেদ। গভীরভাবে নিরীক্ষণ করেছেন তাদের যাপিত জীবনকেও।

বরিশালের উজিরপুরে রাস্তার ধারে পড়ে থাকা মৃত এক পাগলের লাশ উদ্ধার করে জানাজা ও দাফনের ব্যবস্থা করে উজিরপুর থানা পুলিশ ও স্বেচ্ছাসেবীরা।

বিশেষ করে ভয়ঙ্কর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কঠিন মুহূর্তে বাহিনী প্রধান হিসেবেই তিনি নিজ বাহিনীর মানস গঠনে অগ্রদূতের ভূমিকা পালন করেছেন।

আক্রান্ত সদস্যদের শারীরিকভাবে সুস্থ করে তুলতে তার সময়োপযোগী অব্যাহত পদক্ষেপ, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার, সুচিকিৎসা ও সর্বোচ্চ সেবা নিশ্চিতের দৌলতেই অবশেষে মন খারাপের প্রতিচ্ছবি মুছে একটি কাঙ্ক্ষিত সুসংবাদ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

করোনা হটিয়ে সুস্থতার সংখ্যা বাড়ছে পুলিশে। এমন বার্তায় উচ্ছ্বাসের বিচ্ছুরিত আলোকণায় দুলে ওঠেছে দেশের সব প্রান্তের প্রতিটি পুলিশ সদস্যের হৃদয়ের জমিন।

করোনার লকডাউনে অসহায় হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ময়মনসিংহ জেলা পুলিশ।

জীর্ণ-পুরাতন আর মৃত্যু যন্ত্রণাকে কাটিয়ে দেশবাসীকে নতুন শান্তির পরশ দিয়ে নতুন ছন্দতালে জীবন উদযাপনের মন্ত্রে এখন অনুপ্রাণিত দেশপ্রেমিক বাহিনীটির সুস্থ হওয়া সদস্যরা।

চলতি ঘোর দুঃসময়েও বুধবার (২৭ মে) ‘আশা জাগানিয়া’ তথ্যে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেছেন, ‘করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রুততার সাথেই বাড়ছে তেমনি নতুন করে সংক্রমণের সংখ্যাও কমছে। এদিনও ১৬১ জন পুলিশ সদস্য করোনাকে হটিয়ে সুস্থ হয়েছেন।’

‘চলমান করোনাযুদ্ধে জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে নতুন করে ৮৫ জন পুলিশ সদস্য সংক্রামিত হয়েছেন। এই হিসাবে সুস্থতার হার সংক্রমণের তুলনায় প্রায় দ্বিগুণ। ইতোমধ্যেই ১ হাজার ২৮৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করেছেন।’

শরীয়তপু‌রের ন‌ড়িয়ায় করোনা সন্দেহে আইসোলেশনে থাকা একজন ব্য‌ক্তি মৃত্যুর পর তার আত্মীয়, এলাকাবাসী কেউ এগিয়ে না আসায়- মৃত ব্যক্তির জানাজা, কবর খোড়‌া এবং শেষ আনুষ্ঠা‌নিকতায় সব কাজ সম্পন্ন করে পু‌লিশ।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা বিরোধী যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গেই উজ্জীবিত হয় গোটা পুলিশ বাহিনী। দেশের মানুষের সুরক্ষার পাশাপাশি প্রাণ বাঁচানোর যুদ্ধে চূড়ান্ত আত্নত্যাগের প্রত্যয়ে শপথ গ্রহণ করেন বাহিনীটির সদস্যরা।

মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনায় দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়েই সব প্রতিকূল পরিস্থিতি পায়ে ঠেলে পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষের।

গত দুই মাসে করোনার সঙ্গে দিনভর যুদ্ধ করে ক্লান্ত সদস্যরা ঠিকই অর্পিত দায়িত্বের টানে নিজেদের পরিবারকে চরম অনিশ্চয়তায় ঠেলে সকালে পূর্ণোদ্যমে আবার মৃত্যুভয় উপেক্ষা করেই ঝাঁপিয়ে পড়েন অদৃশ্য শত্রুর মোকাবেলায়।

ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী উদ্ধার তৎপরতায় কাজ করছে পটুয়াখালী জেলার মহিপুর থানার পুলিশ সদস্যরা।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, করোনাকালে পেশাগত দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হচ্ছে পুলিশকে।

লকডাউন মানানো থেকে শুরু করে নিজেদের ত্রাণের পাশাপাশি অন্যদের ত্রাণের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা, মৃতদেহের সৎকার, করোনা রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া, আইন-শৃঙ্খলা রক্ষা সবই কাজই সমানতালে সামাল দিতে হচ্ছে পুলিশকেই।

এর ফলে ইতোমধ্যেই ৪ হাজার ৫৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন ১৪ জন পুলিশ সদস্য। দায়িত্ব পালনকালে নিজ বাহিনীর সদস্যদের প্রত্যেককে নিজেদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন আইজিপি।

সবার অনীহা দেখে নিজেই ভ্যান চালিয়ে লাশ থানায় নিচ্ছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার পুলিশ কনস্টেবল রুবেল মিয়া।

ড.বেনজীর আহমেদ বলেন, ‘দেশ ও মানুষের সেবা একটি বিরল সুযোগ। এ সুযোগকে কাজে লাগিয়ে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থায়ীভাবে আসন করে নিতে হবে। অব্যাহত রাখতে হবে জনসেবার অভূতপূর্ব ধারা।’

একই সূত্র মতে, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা ও শুশ্রুষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান। তাদের দেখাশোনার জন্য উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করেছেন ‘বিশেষ টিম।’

এ টিম করোনাযুদ্ধের সৈনিকদের দুয়ারে গিয়ে গভীর হৃদ্যতার পরশে মানবিক সম্পর্ক যেমন গড়েছেন তেমনি সাহসও জুগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়াও ইমপালস হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালসমূহে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

করোনাকালীন সময়ে অসহায় এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করে ঝালকাঠি জেলা পুলিশ।

এর ফলে পুলিশে করোনায় আক্রান্তের হার কমছে আর বাড়ছে সুস্থতার হার। স্বজনের মৃত্যুভয়ের শঙ্কার পরিবর্তে জেগেছে আশার আলো।

আবারও সামনে থেকেই নি:সঙ্কুচে, নির্ভয়ে হাসিমুখে দেশমাতৃকার সেবায় নিজেদের নিবেদন করতেই উৎসাহী হয়ে উঠছেন বাহিনীটির সদস্যরা।

মহান মুক্তিযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর মোকাবেলা করে বিজয়ের হাসি হেসেছে বাঙালি, মার্চের শেষ সপ্তাহে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমনটিই বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনায় ঘরবন্দী মানুষের জন্য বগুড়া জেলা পুলিশের ডোর টু ডোর শপ।

সঙ্কটময় সময়ে ধৈর্য্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘করোনাভাইরাস মোকাবিলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টায় এ যুদ্ধে জয়ী হব, ইনশাআল্লাহ।’

করোনাকালে ভীত বহ্বল ও পান্ডুর সময়ে নিস্তরঙ্গ দেশে যেন কর্মগুণেই কালোত্তীর্ণ হয়েছে পুলিশ।

জননিরাপত্তা ও জনশৃঙ্খলার দায়িত্বে থাকা এই বাহিনীটির সঙ্কটময় সময়ে তাই নানামাত্রিক কাজের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘সত্যিই পুলিশ সারা বাংলাদেশে অত্যন্ত চমৎকার কাজ করছে।’

কালের আলো/এমএএএমকে