ফটোসাংবাদিক মিজানের পরিবারের পাশে আইজিপি

প্রকাশিতঃ 7:12 pm | May 30, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দৈনিক বাংলাদেশ খবর পত্রিকার ফটোসাংবাদিক এম. মিজানুর রহমানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার)।

শনিবার (৩০ মে) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে মিজানের পরিবারকে ১ (এক) লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

আইজিপির পক্ষে অতিরিক্ত আইজি (এইচআরএম) এস এম রুহুল আমিন ১ লাখ টাকার চেক এবং উপহার সামগ্রী বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়েরের হাতে তুলে দেন।

এ সময় এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা, ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পুলিশ প্রধান এর আগে করোনায় মৃত দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন ও সিনিয়র সাব এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক আসলাম রহমানের পরিবারকে ২ লাখ টাকার চেক ও ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।

কালের আলো/বিআরকে/এমএম