পরিবেশ দিবসে গাজীপুর জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ
প্রকাশিতঃ 9:18 pm | June 05, 2020
কালের আলো সংবাদদাতা:
বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ।
কেন্দ্রী ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) জেলা ছাত্রলীগ নেতা সুলতান মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে গাজীপুরের শ্রীপুর এলাকায় শতাধিক ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন নেতা-কর্মীরা।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশেই এই বৃক্ষরোপণ কর্মসূচী বলে জানিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জেলা ছাত্রলীগের ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত সুলতান সিরাজ বলেন, ছাত্রলীগ সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে। তারই অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মল বায়ুসমৃদ্ধ দেশ গড়তে ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আমরা ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ করেছি।
কালের আলো/এসএস/এমএইচ