‘মানবাধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে গণমাধ্যমকেই’
প্রকাশিতঃ 12:37 am | June 28, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে শান্তিমিত্র সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ‘মানবাধিকার রক্ষা ও উত্তরণে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নগরীর কাঁচিঝুলি এলাকার শান্তিমিত্র হলরুমে এ সভার আয়োজন করে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের (পিসিসি) প্রকল্প- প্রমোটিং এন্ড প্রটেকটিং হিউম্যান রাইটস্ অব মাইনরিটিস (পিপিএইচআরএম)।
এতে শান্তিমিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রংয়ের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন পিসিসি’র নির্বাহী পরিচালক ড: অঞ্জন কুমার চিচাম।
তিনি বলেন, মানবাধিকার হচ্ছে মানুষের বাঁচার অধিকার, মতপ্রকাশের অধিকার। এর প্রধান রক্ষাকবচ হলো গণমাধ্যম। যা নির্যাতিত-নিপীড়িত মানুষের শেষ ঠিকানা। তাদের অধিকার রক্ষা ও উত্তরণে গণমাধ্যমকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যার প্রধান বাহক গণমাধ্যমকর্মীরা।
এ মতবিনিময় সভায় সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের কিশোরী ও তাদের অভিভাবক এবং স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কালের আলো/ওএইচ