লিগরিয়াল বেটিস-সেভিয়ার ম্যাচ দিয়ে রাতে মাঠে ফিরছে স্প্যানিশ লিগ
প্রকাশিতঃ 1:10 pm | June 11, 2020
খেলা ডেস্ক, কালের আলো:
করোনার প্রভাবে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার রাতে মাঠে ফিরছে লা লিগা। প্রত্যাবর্তনের ম্যাচে রিয়াল বেটিসের মুখোমুখি হবে সেভিয়া। রাত ২টায় সেভিয়ার মাঠে আতিথ্য নিবে রিয়াল বেটিস।
তবে শীর্ষে থাকা কাতালান জায়ান্ট বার্সেলোনার স্থগিত লিগ ফুটবল ক্যাম্পেইন শুরু হচ্ছে ১৩ জুন। প্রত্যাবর্তনের ম্যাচে রিয়াল মায়োর্কার মাঠে আতিথ্য নিবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সা। আর ১৬ জুন ন্যু ক্যাম্পে লেগানেসকে মোকাবেলা করবে বার্সা।
আর রিয়াল মাদ্রিদ প্রত্যাবর্তনের ম্যাচ খেলবে নিজেদের মাঠে। ১৪ জুন ঘরের মাঠে কোচ জিনেদিন জিদানের দল স্বাগত জানাবে এইবারকে। রিয়ালের পরের ম্যাচ ১৮ জুন। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।
স্প্যানিশ লিগের নতুন মৌসুম শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। এনিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও লা লিগা কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
করোনাভাইরাসের কারণে স্পেনে সব ধরনের ফুটবল স্থগিত হয়ে আছে ১২ মার্চ থেকে। আর চলতি মৌসুম শেষ হবে ১৯ জুলাই।
বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা দুই পয়েন্টের লিড নিয়ে সবার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। লিগে এখনো ১১ ম্যাচ খেলা বাকি।
কালের আলো/ওএইচ