মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা, পুলিশ-র‌্যাব-আনসারের প্রশংসা সেনাপ্রধানের (ভিডিও)

প্রকাশিতঃ 5:03 pm | June 11, 2020

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

করোনা যুদ্ধে সাধারণ মানুষকে সুরক্ষা ও সচেতনতার কাজে পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমেরও প্রশংসা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আরও পড়ুন: আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলে সেনাপ্রধান, ‘তুঙ্গে’ সেনা সদস্যদের মনোবল (ভিডিও)

একই সঙ্গে অদৃশ্য ভয়ঙ্কর জীবাণুর বিরুদ্ধে সাধারণ মানুষকে সুরক্ষায় সেনাবাহিনীর কাজে উৎসাহ দেওয়ার জন্য গণমাধ্যমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১ টার দিকে সাতক্ষীরা সার্কিট হাউস প্রাঙ্গণে সেনা সদস্যদের উদ্দেশ্যে নিজের বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্থানীয় এক সংবাদকর্মীর প্রশ্নের জবাব দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, ‘সাধারণ জনগণকে সচেতন করার পর্যাপ্ত কাজ করা হয়েছে।

কেবল সেনাবাহিনীই নয়, পুলিশ, র‌্যাব, আনসার, স্থানীয় জনপ্রতিনিধি, মিডিয়া সবাই সম্মিলিতভাবেই এ কাজ করেছেন। সাংবাদিকরা লেখার মাধ্যমে সচেতন করেছেন ‘ঘর থেকে বের হলে মাস্ক ছাড়া বের হবেন না’, সামাজিক দূরত্ব বজায় রাখুন ইত্যাদি।’

নিজের বক্তব্যে দুই দফা দেশের গণমাধ্যমকর্মীদের উচ্ছ্বসিত প্রশংসা করেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর বিভিন্ন কর্মকান্ডগুলো মিডিয়াতে দিচ্ছেন। এর মাধ্যমে দেশ ও জাতি জানতে পারছে সেনাবাহিনী কী কী কর্মকান্ড করছে।

আমাদের অন গ্রাউন্ডে কষ্ট করে কাজ করা সৈনিকরা এতে উৎসাহিত হচ্ছেন। আপনারা প্রতিনিয়তই আমাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।’

মিডিয়ার এমন সহযোগিতার ধারাবাহিকতার প্রত্যাশা ব্যক্ত করে জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘মিডিয়া আমাদের উৎসাহ দিয়ে যাবেন যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি।’

তিনি বলেন, ‘এই সেনাবাহিনীর প্রতি যেমন জনগণের অগাধ আস্থা, প্রত্যাশা রয়েছে তেমনি মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা, প্রত্যাশা ও বিশ্বাস রয়েছে।

সেনাপ্রধান হিসেবে বলবো, দেশের যে কোন প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অতীতের মতোই আমরা সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত।

আমাদের সৈনিকরা অনেক কষ্ট করে কাজ করছেন। আগামী দিনেও যে কোন কাজ আমরা আন্তরিকতার সঙ্গেই সম্পন্ন করবো। আমরা যখন যে কাজ করি সেটি ভালোভাবেই করার চেষ্টা করি।

এজন্য স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সময়োপযোগী সহযোগিতা চাই। এ সহযোগিতা পেলে আমরা ভালোভাবেই কাজ করে দিয়ে যাবো।’

দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর ওপর অর্পিত দায়িত্বের সারসংক্ষেপ তুলে ধরে সেনাপ্রধান বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় সরকার আমাদের দায়িত্ব দিয়েছে।

সিরাজগঞ্জ, জামালপুরে বিভিন্ন বাঁধ রক্ষার কাজ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। আমরা এ কাজগুলো শতভাগ আন্তরিকতা ও সুন্দরভাবেই সম্পন্ন করেছি।’  

তিনি বলেন, ‘চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রজেক্ট সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সেনাবাহিনী নিরলসভাবে এ কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত চট্টগ্রামের জলাবদ্ধতার উন্নতি হচ্ছে। এ কাজ শেষ হলে চট্টগ্রামে জলাবদ্ধতা থাকবে না, ইনশাল্লাহ।’

এদিন কপ্টারে ঢাকা থেকে সকাল ১০ টায় সেনাপ্রধান সাতক্ষীরায় পৌঁছার পরই সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো.হুমায়ুন কবিরসহ উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ নিজ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও বাঁধ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর সেনাপ্রধান খুলনার কয়রায় ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

কালের আলো/এসআর/এমএএএমকে