ময়মনসিংহে উদয়দিগঙ্গণ আবৃত্তি পরিবারের আয়োজনে ‘কবি প্রণামী’
প্রকাশিতঃ 1:16 am | June 30, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে উদয়দিগঙ্গণ আবৃত্তি পরিবারের আয়োজনে কবি হাবীবুল্লাহ সিরাজী ও কবি শাহাদাত হোসেন খান হীলুকে নিয়ে কবিতার আসর ‘কবি প্রণামী’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে কবি প্রণামী আবৃত্তি সন্ধ্যার শুভসূচনা করেন সংগঠনের পরিচালক বাচিক শিল্পী রুবিনা আজাদ।
কবি হাসানাত লোকমানের সভাপতিত্বে ও কবি ফরিদ আহমদ দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রফেসর আফজালুর রহমান ভূঁইয়া ও ডা. নাসির উদ্দিন আহমেদ।
আসরে আবৃত্তি পরিবেশন করেন- ড. শাহাদাত হোসেন নিপু, জয়িতা শিল্পী, মোমেন হাসনাইন, মেহের হারুন, ফাতেমা ফেরদৌস বেলা, আসাদুজ্জামান রুবেল ও নুরুজ্জামান জামান।
এসময় কবি, শিল্পী, সংঠক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।
কালের আলো/ওএইচ