উখিয়া থেকে সাড়ে চার কোটি টাকার বার্মিজ ইয়াবাসহ আটক ৩

প্রকাশিতঃ 4:26 pm | June 15, 2020

কালের আলো সংবাদদাতা:

কক্সবাজারের উখিয়া থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

সোমবার(১৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা নামক স্থান থেকে তাদের আটক করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুআমতলী বিওপি।

আটককৃতরা হল- মোঃ জোবায়ের (২১), মোঃ শেখ আনোয়ার (২০), ও মোঃ বাপ্পি (২০)।

বিজিবি জানায়,. কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুআমতলী বিওপি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি’র একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউপি’র তুলাতলী জলিলের গোদা নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক ভোর ৫ টায় তুলাতলী হতে কুতুপালংগামী একটি ইজিবাইক আসতে দেখে থামার জন্য সংকেত দিলে নিম্নবর্ণিত পাচারকারীরা একটি বস্তাসহ দৌড়ে পালানোর সময় টহল দল তাদেরকে আটক করে।

পরে বস্তার ভিতরে মরিচের মধ্যে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ১৫ কাট (প্রতি কাটে ১০,০০০ পীস হিসেবে) আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

যার বাজার মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা। আটককৃত ইয়াবাসহ আসামীদেরকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

কালের আলো/এসডি/এমএম