‘ডিজিটাল গণমাধ্যমের মধ্যে সাফল্যের শিখরে বাংলানিউজ’
প্রকাশিতঃ 11:58 pm | July 01, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই বাংলানিউজ দেশের সর্বস্তরের পাঠকের হৃদয়-মন জয় করেছে বলে মন্তব্য করে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন বলেন, নিরপেক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলানিউজ। ডিজিটাল গণমাধ্যমের মধ্যে সাফল্যের শিখরে অবস্থান করছে এই অনলাইন সংবাদমাধ্যম।
সংবাদ, বিনোদন, সারাক্ষণ এ স্লোগান শুধু মুখেই নয় বাস্তবেও প্রতিফলন ঘটিয়েছে এ গণমাধ্যম। তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার সময়ে সবক্ষেত্রেই বিপ্লব ঘটিয়েছে এই অনলাইন নিউজপোর্টাল। সারা দেশের মতো ময়মনসিংহেও দৃঢ়, বলিষ্ঠ পায়ে পৌঁছে গেছে শক্ত ভূমিতে। মুক্তিযুদ্ধের সুমহান চেতনা নিয়েই বাংলানিউজের সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে।
রোববার (০১ জুলাই) দুপুরে ময়মনসিংহ পৌরসভার শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) মহসিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গালিব খান, ময়মনসিংহ সওজের এক্সেন মাসুদ খান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মো: আল-আমিন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোর’র প্রতিনিধি সৈয়দ নোমান, বাংলাদেশের খবরের ব্যুরো প্রধান আব্দুল মান্নান পল্টন, সাপ্তাহিক ব্রক্ষপুত্রের নির্বাহী সম্পাদক আনিসুর রহমান ফারুক, নিউজ বাংলাদেশের জেলা প্রতিনিধি উবায়দুল হক, মহানগর যুবলীগের সদস্য আজিজ বিন সোহাগ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলানিউজের ময়মনসিংহের সিনিয়র করেসপন্ডেন্ট এম.আব্দুল্লাহ আল মামুন খান ও জেলা ফটোগ্রাফার অনিক খান।
পরে কেক কেটে বাংলানিউজের নবম বছরে পা রাখার মাহেন্দ্রক্ষণকে স্বাগত জানান অতিথিরা। পরে ময়মনসিংহ পৌরসভার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এক র্যালী বের হয়। র্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে ফের পৌরসভার শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।
এছাড়া ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানে বাংলানিউজকে শুভেচ্ছা জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, এফবিসিসিআই’র টানা তিনবারের নির্বাচিত পরিচালক আমিনুল হক শামীম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদ, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু, জেলা জাসদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, মহানগর জাসদ সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কালের আলো/ওএইচ