করোনা জয় করলেন এনভয়ের চেয়ারম্যান কুতুব উদ্দিন
প্রকাশিতঃ 7:33 pm | June 16, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠেছেন।
সোমবার(১৫ জুন) দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। কুতুব উদ্দিন আহমেদ শেলটেকেরও চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন।
তানভীর আহমেদ জানান, ৭২ ঘণ্টার ব্যবধানে তিনবার পরীক্ষার ফলাফলে কুতুব উদ্দিনের করোনাভাইরাস নেগেটিভ এসেছে। তিনি এখন করোনমুক্ত। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
তানভীর আরো জানান, কুতুব উদ্দিনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত ২১ মে। তখন থেকেই তিনি হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিকভাবে ভালো বোধ করায় গত ৪ জুন হাসপাতাল থেকে বাসায় যান। সে সময় আবারো পরীক্ষা করা হলে পজেটিভ আসে। পরে পরপর তিনবার ৯, ১০ ও ১২ জুন পরীক্ষায় নেগেটিভ আসে। আজ ডাক্তার তাকে পুরোপুরি সুস্থ ঘোষণা করেন।
কালের আলো/এসএম