আমরা দেশকে সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 3:28 pm | July 04, 2018
সিনিয়র প্রতিবেদক, কালের আলো:
সরকারের চূড়ান্ত লক্ষ্যমাত্রা উপলব্ধি করায় সরকারী কর্মচারীদের প্রশাংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “দেশকে আরো উচ্চতায় নিতে কাজ করে যেতে হবে। আমরা দেশকে সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই।”
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রণালয় ও বিভাগ সমূহের ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আপনারা উপলবিদ্ধ করেছেন যে, আমরা কী চাই, কোন লক্ষ্য অর্জন করতে চাই এবং দেশকে কোন লেভেলে নিতে চাই। এখন এই উপলব্ধিকে বাস্তবায়ন করতে হবে।”
সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় উল্লেখ করে তিনি বলেন, “আমরা দেশকে সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। আমরা চাই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত দেশ। এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।”
শেখ হাসিনা বলেন, “বিশ্বে বাংলাদেশ আজ যে উচ্চতায় উঠেছে, সামনের দিনগুলোতেও তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিসি) বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমরা এমডিজি বাস্তবায়নে সাফল্য অর্জন করতে পেরেছি। আমরা অবশ্যই এটিও (এসডিজি) বাস্তবায়নে আমাদের দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হবো।”
চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে উন্নয়ন কাজগুলি সম্পন্ন করতে সাহায্য করবে এবং জনগণ তার সুফল ভোগ করবে।
সংসদে বাজেট পাসের পর শিগগিরই বার্ষিক পারফরমেন্স এগ্রিমেন্ট সই করার জন্য সচিবদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সহায়তা করবে।
কালের আলো/এমএ