বাফুফের নির্বাচন নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি বিশেষ গোষ্ঠী : সালাম মুর্শেদী

প্রকাশিতঃ 11:54 am | June 24, 2020

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘বাফুফের নির্বাচন নিয়ে একটি বিশেষ গোষ্ঠি অপপ্রচার চালাচ্ছে। করোনাকালীন সময়ে বাফুফে তড়িঘড়ি করে নির্বাচন করতে চায় বলে ওই গোষ্ঠি মানুষকে বিভ্রান্ত করছে। এ অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। গত ২০ এপ্রিল সাধারণ সভা ও নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতির কারণে ফিফার অনুমোদনক্রমে বাফুফের নির্বাহী কমিটি জরুরি সভা করে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।’

এক ভিডিও বার্তায় আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘বাফুফে নির্বাচন সংক্রান্ত যে সিদ্ধান্ত নিয়েছে জরুরি সভায় এখনো সে অবস্থানেই আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সরকার ও ফিফাকে অবহিত করে বাফুফে কার্যনিবাহী কমিটি এজিএম ও নির্বাচনের বিষয়ে পূনরায় সিদ্ধান্ত নেবে।’

কয়েকদিন আগে ফিফা কর্তৃক বাফুফেকে দেয়া বার্তার প্রসঙ্গ উল্লেখ করে আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘১৫ জুন ফিফা চিঠি দিয়ে করোনাভাইরাস সংক্রান্ত আমাদের দেশের অবস্থা উন্নতি হওয়ার পর কোনো বিলম্ব না করে বাফুফের এজিএম ও নির্বাচন করতে বলেছে।’

‘আমরা নির্বাচন তড়িঘড়ি করে আয়োজন করছি না। নির্বাচন সামনে রেখে শুধুমাত্র প্রশাসনিক কিছু কাজকর্ম পরিচালনা করছি। যেমন নির্বাচন কমিশন গঠন এবং বাফুফের আওতাধীন বিভিন্ন ক্লাব ও সংস্থা হতে তাদের ডেলিগেটের নাম সংগ্রহ করা। সাধারণ সভা ও নির্বাচন আয়োজনের পরবর্তী দিনক্ষণ, স্থান নির্ধারণের ক্ষেত্রে বাফুফে কার্যনির্বাহী কমিটি পরবর্তীতে সিদ্ধান্ত নেবে’-বলেছেন আবদুস সালাম মুর্শেদী।

কালের আলো/পিএস/এফএফ