কক্সবাজারে ৬০ হাজার বার্মিজ ইয়াবাসহ আটক এক

প্রকাশিতঃ 4:41 pm | June 28, 2020

কালের আলো সংবাদদাতা:

কক্সবাজারে ৬০ হাজার পিস ইয়াবাসহ মোঃ ওবায়দুর রহমান (২৭) নামে একজনকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

রোববার(২৮ জুন) পালংখালী বিওপি’র একটি আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপি’র থাইংখালী বাজার নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে মোঃ ওবায়দুর রহমান (২৭) চাউলের বস্তা মাথায় করে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের সময় সন্দেহভাজনভাবে আটক করে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, এ সময় টহল দল চাউলের বস্তা তল্লাশী করে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ৬ কাট (প্রতি কাটে ১০ হাজার পিস হিসেবে) আনুমানিক ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করে। যার বাজার মূল্য ১ কোটি ৮০ লক্ষ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালের আলো/এসবি/এমএম