সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়ালেন উর্বশী

প্রকাশিতঃ 10:47 am | July 09, 2018

শোবিজ ডেস্ক, কালের আলো:

এমনিতেই উর্বশী রাউতেলার উপস্থিতি পুরুষের হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এমন একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, তাতে করে শুধু ভক্তদের মাঝে নয়, গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই উত্তাপ।

সেই ভিডিওতে বেলি ড্যান্স করতে দেখা গেছে তাকে। বেলি ড্যান্স এমনিতেই অসাধারণ। কিন্তু উর্বশীর ছোঁয়ায় তা আরও মোহময়ী হয়ে উঠেছে। উর্বশীর সেই ভিডিও এখন ইন্টারনেটে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে। সেই ভিডিওতে একের পর এক পড়ছে কমেন্ট। লাইকেরও ছড়াছড়ি।

বলিউডে উর্বশীর ভিত এখনও পোক্ত না হলেও তার জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। এর জন্য যতটা দায়ি তার সৌন্দর্য, ততটাই দায়ি তার শরীরী আবেদন। বলিউডে গুজব, এই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই নাকি বেশ জাঁকিয়ে বসেছেন সাবেক এই মিস ডিভা। তার সাম্প্রতিক ভিডিওটি কিন্তু তারই প্রমাণ।

কালের আলো/ওএইচ